
৯৯৯–এর তাৎক্ষণিক সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সফল অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার, অপহরণকারী প্রাইভেটকারসহ গ্রেফতার।
৯৯৯-এর সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সফল অভিযানে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া হাজীবাড়ী জনৈক আরিফ হোসেন অপু এর ব্যক্তিগত গ্যারেজ হইতে অপহৃত ১জন ভিকটিম উদ্ধার ও ০১ জন অপহরণকারীকে তাহার ব্যবহৃত প্রাইভেটকার সহ গ্রেফতার করা হয়েছে।
৯৯৯-এর সংবাদটি জেলা পুলিশ কন্ট্রোলরুম, ময়মনসিংহ এর মাধ্যমে প্রাপ্ত হইয়া মাননীয় পুলিশ সুপার, ময়মনসিংহ এর সার্বিক তত্ত্বাবধানে ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মহোদয়ের নির্দেশনায় ডিবির একটি চৌকস টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করিয়া গত ১২ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ গভীর রাতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া হাজীবাড়ী জনৈক আরিফ হোসেন অপু এর ব্যক্তিগত গ্যারেজ হইতে অপহৃত ভিকটিম ইতি আক্তার (১৬) কে অপহরণকারী মনির এর ব্যবহৃত প্রাইভেটকার যার রেজিঃ নাম্বার ঢাকা মেট্রো-গ-৩২-৫০১৮ এর পিছনের ব্যাকডালার ভিতর হইতে উদ্ধার পূর্বক অপহরণকারীকে উল্লেখিত গাড়ীসহ আটক করা হয়।
ভিকটিম ও অপহরণকারীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ১১ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ রাত অনুমান ১০.৩০ ঘটিকায় ভিকটিম ইতি আক্তার(১৬) ও তাহার সঙ্গীয় ছামি আহম্মেদ ওয়াজ করনী (১৯) সহ ময়মনসিংহ জেলার ত্রিশাল এর উদ্দেশ্যে রওনা করিয়া উত্তরা আজমপুর, ঢাকা হইতে প্রাইভেটকার নাম্বার ঢাকা মেট্রো-গ-৩২-৫০১৮ এর চালক মোঃ মনির হোসেন(৪৫) এর সাথে ৩০০/-টাকা ভাড়া ঠিক করে রওনা করিলে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন ভরাডোবা বাজারে পৌঁছিলে গাড়ীর চালক ও গাড়ীতে থাকা ছামি আহম্মেদ ওয়াজ করনী চা খাওয়ার জন্য একটি দোকানের সামনে গাড়ী থামিয়ে গাড়ীর চালক ও ছামি আহম্মেদ ওয়াজ করনী চা খাওয়া অবস্থায় গাড়ীর চালক মনির গাড়ীতে গিয়ে ভিকটিম ইতি আক্তারকে বিভিন্ন কথাবার্তা বলে কৌশল অবলম্বন করিয়া ছামি আহম্মেদ ওয়াজ করনীকে ভরাডোবা বাজারে রেখেই ভিকটিম ইতি আক্তারকে নিয়ে দ্রুত পালাইয়া যায়। ভিকটিম ইতি আক্তার উল্লেখিত প্রাইভেটকারে ব্যাকডালার পিছনে আটক অবস্থায় থাকিয়া কৌশলে ৯৯৯-এ কল করিলে উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় অভিযান পরিচালনা করে উল্লেখিত স্থান হইতে ভিকটিমকে উদ্ধার পূর্বক অপহরণকারীকে তাহার ব্যবহৃত গাড়ীসহ আটক করা হয়। অভিযুক্তের দ্বারা ভিকটিম একাধিকবার ধর্ষিত হয়েছে মর্মে জানা যায়। উক্ত বিষয়ে কোতোয়ালী মডেল থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।
ডিবি পুলিশের এই সফল অভিযানে জনমনে স্বস্তি ও আইনশৃঙ্খলা রক্ষায় আস্থা বৃদ্ধি পেয়েছে।