স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী সহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ এবং অপরাধীদের গ্রেফতারে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই উত্তম কুমার দাসের নেতৃত্বে একটি টীম নগরীর রাম বাবু রোড থেকে মাদক মামলার আসামী মোঃ আকাশকে ২৫ পিচ নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার করে। এসআই মোঃ শাহজালাল এর নেতৃত্বে একটি টীম খাগডহর ঘুন্টি বাজার থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ সুজনকে দেশীয় অস্ত্রসহ, এসআই রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি টীম দুর্গাবাড়ী রোডস্থ সূচনা মেডিসিন পয়েন্টের মেহেদী ক্লিনিকের ভিতর থেকে মাদক মামলার আসামী মোঃ আনিছুর রহমানকে বিপুল পরিমাণ নেশাজাতীয় ইনজেকশন ও ট্যাবলেটসহ গ্রেফতা করে। এসআই আবুল কাশেমের নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ মোড় এলাকা থেকে নারী নির্যাতন মামলার আসামী মুক্তার হোসেন, এসআই শারমিন জাহান শাম্মীর নেতৃত্বে একটি টীম বাঘমারা মেডিকেল হোস্টেল সংলগ্ন এলাকা থেকে ধর্ষণ মামলার আসামী মোঃ নুরুল ইসলামকে গ্রেফতার করে। এছাড়া এসআই দেবাশীষ সাহা, কামরুল হাসান, হারুনুর রশিদ, এসআই মিজানুর রহমান, এসআই তাইজুল ইসলাম, রুহুল আমীন, জামাল হোসেন, হযরত আলী, সোহরাব হোসেন পৃথক অভিযান চালিয়ে সাজা ও পরোয়ানাভুক্ত আরো নয়জনকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ হাবিবুর রহমান, সোহাগ, আলী হোসেন সাগর, সোহেল, রাকিব, পঞ্চম ঋষি, আশিকুর রহমান আশিক, মোঃ ইব্রাহিম ওরফে ইবি ও মোঃ রফিকুল ইসলাম। তাদেরকে পৃথক মামলায় মঙ্গলবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে কোতোয়ালী পুলিশ জানায়।