স্টাফ রিপোর্টার। ময়মনসিংহের ফুলবাড়িয়ার কেশরগঞ্জ বাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিশাল ককেকাটা হয়।
১৮ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় কেশরগঞ্জ বাজার সুইস গেইট সংলগ্ন শেখ রাসেল ক্লাবে এই সভা হয়। সভায় ক্লাবের উপদেষ্টা মোঃ সাদ্দাম হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ইমদাদুল হক সেলিম বলেন, বিএনপির প্রতিষ্টাতা একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতায় আসে। তাদের মুখে আবার গনতন্ত্র। এটা মানায় না। আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। এ জন্য আওয়ামী লীগের উন্নয়ন সম্পর্কে জনগনের মাঝে তুলে ধরাসহ বিএনপি জামাতের কর্মকাণ্ড সম্পর্কে বেশি করে প্রচার করতে হবে।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ তোফাজ্জল হোসেন, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। এছাড়া সভায় ক্লাব সদস্য মোঃ রিপনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সভায় নিরাপদ সড়ক চাই ময়মনসিংহের সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্না, তাতীলীগের সভাপতি চান মিয়া, আওয়ামীলীগ নেতা ডাঃ দিদারুল আলম, মাহবুবুল আলম ছোটন, সাজ্জাদ হোসেন রাসেল,কায়সার আহমেদ, আব্দুল জব্বার, প্রভাষক মাহবুবুল কাদের মাসুম, মাসুদ সরকার, আব্দুল মান্নান সহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ক্লাবের সহ সভাপতি ইমরান হাসানের সঞ্চালনায় এই সভা হয়। পরে মাওলানা খোরশেদ আলম দেশ জাতির উন্নতি ও মঙ্গল কামনা এবং ১৫ আগষ্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।