স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে হত্যা মামলার আসামী সহ বিভিন্ন অপরাধের দায়ে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীর আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ও ডাকাতি প্রতিরোধ ও অপরাধীদের গ্রেফতারে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে চর কালিবাড়ির বারেক হত্যাকান্ডে তিনজনসহ গত ২৪ ঘন্টায় ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো জানান, গত ২১ অক্টোবর নগরীর দক্ষিণ চর কালিবাড়ি এলাকায় জমি জমার পূর্ব শত্রুতা নিয়ে বারেককে উপর্যপুরী ছুরিকাঘাতে হত্যা করে । এ হত্যাকান্ডের এক ঘন্টার মধ্যে ১নং ফাড়ির ইনচার্জ এসআই আনোয়ার হোসেন ও পুলিশ পরিদর্শক তদন্ত ফারুক হোসেন বাপ-বেটা দুইজনকে গ্রেফতার করে। শনিবার আরো তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, মোঃ মুন্না, রবিন ও রাজু মিয়া। তাদেরকে রবিবার আদালতে পাঠানো হলো তারা স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছে।
এছাড়া এসআই তাইজুল ইসলামের নেতৃত্বে একটি টীম চর কালিবাড়ী টুলবক্স এলাকা থেকে চুরি মামলার আসামী মোঃ রানা ইসলাম, মোঃ এরশাদ, ফয়সাল, মোঃ সিরাজুল ইসলাম ও খাইরুল ইসলামকে চোরাই ছাগলসহ গ্রেফতার করে। এসআই সাইদুর রহমানের নেতৃত্বে একটি টীম থানা এলাকায় অভিযান পরিচালনা বাউন্ডারী রোড থেকে মাদক মামলার আসামী বিল্পব সরকার ওরফে বিন্দু ও রাব্বীকে ১০ গ্রাম হেরোইনসহ, এসআই কমল সরকারের নেতৃত্বে একটি টীম জুবলী ঘাটস্থ বিপিন পার্কের ভিতর থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার আসামী মোঃ স্বাধীন মিয়া, এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টীম বলাশপুর এলাকা থেকে চুরি মামলার আসামী মারুফ ওরফে নয়ন, এসআই সাইদুর রহমানের নেতৃত্বে একটি টীম কাঠগোলা বাজার থেকে অন্যান্য মামলার আসামী ফয়সাল আহম্মেদ, মোঃ মুক্তাদি উসমান, মোঃ হৃদয়, আরমান, মোঃ সানি, এএসআই সাইফুল ইসলাম-২ এর নেতৃত্বে একটি টীম কুষ্টিয়া ইউনিয়নের চকপাড়া থেকে অন্যান্য মামলার আসামী মোঃ শাহিন মিয়া, মোঃ বাবুল মিয়া, আফছর মিয়াকে গ্রেফতার করে।
এছাড়াও এসআই আনোয়ার হোসেন ১নং পুলিশ ফাঁড়ি এলাকা থেকে সাজাপ্রাপ্ত পলাতক গোহাইকান্দির আক্তাররুজ্জামান এবং এএসআই আমিরুল ইসলাম গ্রেফতারী পরোয়ানাভুক্ত দেলোয়ার হোসেন ওরফে সুজনকে গ্রেফতার করে। তাদেরকে রবিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।