১৪ ডিসেম্বর ২০২২ তারিখ ১১:৩০ ঘটিকায় নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ লেংগুড়া বিওপিতে কর্মরত নায়েক মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে ০৭ সদস্যের ০১ টি টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত মেইন পিলার ১১৭২ হতে আনুমানিক ০৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার ৫নং লেংগুড়া ইউনিয়নের বটতলা নামক স্থানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টহল কার্যক্রম পরিচালনাকালীন সীমান্ত এলাকা হতে আসা ০১ টি সিএনজি যার নম্বর আরবি-১২৩ তল্লাশীর জন্য চ্যালেঞ্জ করে।
বিজিবি’র টহল দল উক্ত সিএনজিতে থাকা মোঃ সালাউদ্দিন (৫০), মোঃ নাসির উদ্দিন (৫৪), মিসায়েল রাংসা(৪৫), ও মোঃ স্বপন মিয়া (৫০), ‘কে আটক করে।পরে তাদের সিএনজিসহ তল্লাশী করে তথ্যানুযায়ী তাদের নিকট হতে বিরল প্রজাতির ০৮ ইঞ্চি লম্বা আকৃতির ০১ টি তক্ষক, ০১টি সিএনজি এবং নগদ ২৫,৯৯০/- টাকা জব্দ করে। যার সিজার মূল্য ১২,২৫,৯৯০/-(বারো লক্ষ পঁচিশ হাজার নয়শত নব্বই) টাকা। জব্দকৃত তক্ষক, সিএনজি, নগদ টাকা এবং আটককৃত আসামীদেরকে নেত্রকোণা জেলার কলমাকান্দা থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।