1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ত্রিশালে নবাব ব্রিকসে অবাধে পোড়ানো হচ্ছে কাঠ - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে প্রকাশ্য দিবালোকে সাংবাদিক স্বপন ভদ্রকে কুপিয়ে হত্যাঃ গ্রেফতার ১ ময়মনসিংহে পূজা মন্ডপ পরিদর্শন করেন -জনপ্রশাসন সচিব মাদক ব্যবসায়ী ও তাদের গড ফাদারের হাতে খুন হন স্বপন ভদ্র হালুয়াঘাট ও ধোবাউড়ায় ৯ টি ইউনিয়নে সেনাবাহিনীর ত্রান বিতরন হযরত আয়েত আলী শাহ (রঃ) মাঝারের দানের টাকা নিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা ময়মনসিংহ পুলিশ সুপার বন‍্যাদুর্গত বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন ভারতীয় কম্বলসহ ময়মনসিংহ ডিবি’র হাতে গ্রেফতার ৩  ভয়ংকর সন্ত্রাসীদের নেতা মুক্তাগাছার সাবেক মেয়র বিল্লাল গ্রেফতার মুক্তাগাছায় ১দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ভালুকায় মায়ের হাতে মেয়ে খুন

ত্রিশালে নবাব ব্রিকসে অবাধে পোড়ানো হচ্ছে কাঠ

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ২৮৫ বার পড়া হয়েছে

 ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের সাউথকান্দা গ্রামের একটি ইটভাটায় প্রশাসনকে বৃদ্ধাঙগুলি দেখিয়ে অবাধে কাঠ পোড়িয়ে বানানো হচ্ছে ইট। ইট ভাটার মালিক প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা কেউ প্রতিবাদ করার সাহস পায় না। এলাকাবাসী জরুরী ভিত্তিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এছাড়াও উপজেলায় আরও অনেক ইটভাটায় কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ।
জানা যায়, হরিরামপুর ইউনিয়নে ‘মেসার্স নবাব ব্রিকস’ নামের ইটভাটা এটি। এ ইটভাটায় শুধু কাঠ পুড়িয়েই ইট পোড়ানো হয়।
এ ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় ইটভাটা সংলগ্ন এলাকার মানুষ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন বলে অনেকেই মন্তব্য করেছেন। এছাড়াও ফসলি জমির পাশে ইটভাটা স্থাপন করায় ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এ এলাকার কয়েকজন বাসিন্দা জানান ইটভাটার কালো ধোঁয়ায় তাদের ও বাচ্চাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয়, ফসলাদি ও গাছপালা নষ্ট হওয়ার পাশাপাশি তারা রয়েছেন স্বাস্থ্যঝুঁকিতে।
গত রবিবার দুপুরে সরেজমিনে নবাব ব্রিকসে গেলে এগুলোর সত্যতা পাওয়া যায়। ব্রিকসে প্রবেশের পর কাঠের ছবি তুলতে গেলে একজন শ্রমিক কাকুতি-মিনতি করে অনুরোধ করেন বলেন, কাঠগুলো আমরা অন্যত্র নিয়ে যাচ্ছি, দয়া করে আমাদের ক্ষতি করবেন না। অন্য এক শ্রমিক বলেন, মালিক পক্ষের নির্দেশে কয়লার পরিবর্তে কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে।
ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অনুযায়ী আবাসিক, সংরক্ষিত বা বাণিজ্যিক এলাকা, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা সদর, সরকারি বা ব্যক্তি মালিকানাধীন বন, অভয়ারণ্য, বাগান বা জলাভূমি, কৃষিজমি, প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় ইটভাটা স্থাপন করা নিষিদ্ধ।
হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ বলেন, এ ইটভাটা আমাদের কাছ থেকে কোন ট্রেড লাইসেন্স নেয় নাই। তারা কিভাবে চালায় তা আমরা জানিনা। আমরা অচিরেই নোটিশ করব।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD