ময়মনসিংহের চুরখাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে পিতা-পুত্র খুনের ঘটনার ২৪ ঘন্টার মধ্যে মুলহোতাসহ চার জনকে আটক করেছে র্যাব-১৪। বৃহস্পতিবার র্যাব গাজীপুর ও সাভার এলাকা থেকে তাদেরকে আটক করে। শুক্রবার সকালে র্যাব এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তথ্য মতে, ময়মনসিংহ চুরখাইয়ে কুদ্দুস চেয়ারম্যানের বাড়ীর পাশে নিজ জমিতে আবুল খায়ের জমি চাষ করছিল। এমন সময় পার্শ্ববর্তী কামাল হোসেনের সাথে জমির মাপঝোক করা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কামাল হোসেন তার ছেলে সহ অন্যান্যদের ডেকে আনে। চক্রটি ধারালো দা, চাকু, বাঁশের লাঠি ও লোহার ব্লড নিয়ে দৌড়ে আসে এবং একত্র হয়ে আবুল খায়েরকে পিটিয়ে ও চুরিকাঘাতে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকারে ছোট ছেলে ফরহাদসহ অন্যান্য ছেলে, ভাই ও ভাইয়ের ছেলে তাকে বাঁচানোর জন্য এগিয়ে এলে চক্রটি তাদেরকে সবাইকেই এলোপাথারিভাবে পিটিয়ে ও আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক আবুল খায়ের (৬০) ও তার ছোট ছেলে ফরহাদ হোসেন (২০) দ্বয়কে মৃত ঘোষণা করে। এ ঘটনায় আবুল খায়েরের আরেক ছেলে রিফাত হোসেনসহ আরো বেশ কয়েকজন গুরুতর আহত হয়। আহতদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কোতয়ালী মডেল থানায় ভিকটিমের ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।
হত্যাকান্ডের পর থানা পুলিশের পাশাপাশি র্যাব ঘাতকদের গ্রেফতারে অভিযান চালায়।বৃহস্পতিবার র্যাব-১৪ গাজীপুর ও সাভার থেকে আটককৃতরা হলো, মোঃ কামাল হোসেন, মোসা: জাহানারা, মোঃ নাঈম ও রিয়াদ।
র্যাব জানায়,গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করে। আটককৃতদেরকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।