স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ অভিন্ন মানদন্ডে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা স্মারক গ্রহন করেছেন। রবিবার জেলা পুলিশের কল্যাণ সভায় পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা পুলিশ পরিদর্শক (ওসি) শাহ কামাল আকন্দকে এই সম্মাননা স্মারক প্রদান করেন।
কোতোয়ালি পুলিশ জানায়, সুনামগঞ্জ জেলার পুলিশ কনষ্টেবল সাদ্দাম হত্যার রহস্য উদঘাটন, চুরখাই ডাবল মার্ডারের আসামী গ্রেফতার এবং মামলার রহস্য উদঘাটন, গ্রেফতারী পরোয়ানা ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, মাদক উদ্ধার সহ আইন শৃংখলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় অভিন্ন মানদণ্ডে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দকে শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সাথে ওসি শাহ কামাল আকন্দের পরিকল্পনায় সুনামগঞ্জ জেলায় কর্মরত পুলিশ কনষ্টেবল সাদ্দাম হত্যাকান্ডে অতি অল্প সময়ে রহস্য উদঘাটন এবং হত্যায় জড়িত নিহতের বড় ভাইসহ সকল অপরাধীদের গ্রেফতার করায় আইজিপি কর্তৃক পুরস্কার প্রাপ্ত হন এবং ঐ পুরস্কার গ্রহণ করেন পুলিশ সুপারের কাছ থেকে। ঐ মামলায় এসআই নিরুপম নাগ, এসআাই মোঃ আনোয়ার হোসেন, এএসআই সুজন চন্দ্র সাহা, কং/৪৮৩ জোবায়েদ হোসেন ও কং/১৪৬২ মোঃ মিজানুর রহমান দায়িত্বশীল ভুমিকা পালন করায় পুলিশ প্রধানের কাছ থেকে এই পুরস্কার পেলেন। অপরদিকে চুরখাই এলাকায় পিতা পুত্র ডাবল মার্ডারের আসামী গ্রেফতার এবং মামলার রহস্য উদঘাটনে পুলিশ পরিদর্শক (অপারেশন) ওয়াজেদ আলী, এসআই মিঞা মোঃ জোবায়ের খালিদ ও কং/১০৬৫ ইমরান হোসেন নগদ অর্থ পুরস্কার প্রাপ্ত হন। এছাড়া জেলার ওয়ারেন্ট তামিল সহ সার্বিকভাবে শ্রেষ্ঠ নির্বাচিত অফিসার হিসাবে অর্থ পুরস্কার গ্রহন করেন এসআই মোঃ আশিকুল হাসান। একইসাথে সদ্য কনষ্টেবল নিয়োগ পরীক্ষায় সন্তোষজনক দায়িত্ব পালনের জন্য অর্থ পুরস্কার প্রাপ্ত হয়েছেন নারী এসআই শারমিন জাহান শাম্মী ও নারী এসআই অন্তি রানী সরকার।