কিশোরগঞ্জের ভৈরব থেকে ৬১ কেজি মাদকদ্রব্য গাঁজা পাচারকালে ০২ জন মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প। ০১টি ট্রাক জব্দ।
গত ০৬ এপ্রিল ২০২৩ খ্রিঃ তারিখ রাত ০৩.৩০ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন নাটালের মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামী ১। রকিবুল হাসান @রাকিব(২০), পিতা-আবুল হোসেন, সাং-মঈনপুর, থানা-কসবা, জেলা-ব্রাহ্মনবাড়িয়া, ২। মোঃ পারভেজ(১৮), পিতা-মোঃ আলাউদ্দিন, সাং-কালতা কোরাইশা, থানা-কসবা, জেলা-ব্রাহ্মনবাড়িয়াদ্বয়কে আটক করে। এসময় ধৃত আসামীদের দখলে থাকা একটি ট্রাক তাল্লাশী করে খাকি কস্টেপ দ্বারা মোড়ানো ৩০ টি বান্ডিলে মোট ৬১ (একষট্টি) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।