স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের ৪ জনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ২টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। ৫ আগস্ট (শুক্রবার) বিকালে গফরগাঁও উপজেলার জন্মেজয় বিশ্বরোড মোড় থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ অন্তর, মোঃ সুজন, মোঃ খোকন মিয়া ও মোঃ মাহবুব আলম।
ডিবি ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, ৫ আগস্ট (শুক্রবার) বিকালে এসআই শেখ গোলাম মোস্তফা রুবেল সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহের ভালুকা ও গফরগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে ভালুকা উপজেলার ফায়ার সার্ভিস এর সামনে থেকে একটি বাজাজ মোটর সাইকেল ও গফরগাঁও থানাধীন জন্মেজয় বিশ্বরোড মোড় থেকে ১টি পালসার মোটর সাইকেলসহ আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের ৪ জনকে গ্রেফতার করে এবং ২টি মোটর সাইকেল উদ্ধার করে। গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় চুরি মামলা দায়ের করা হয়। শনিবার গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠিয়েছে পুলিশ।