ময়মনসিংহ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৮জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদেরকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে বিভাগীয় নগরীসহ আশপাশের এলাকা অপরাধ নিয়ন্ত্রণ, মাদকমুক্তকরণ ও আদালতের পরোয়ানাভুক্ত পলাতকদের গ্রেফতারে কোতোালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে ১৮ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়েছে। এর মাঝে এসআই খোরশেদ আলমের নেতৃত্বে একটি টীম পাটগুদাম বাস স্ট্যান্ড থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ বাদশা মিয়াকে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে।
করা হয়। এসআই উত্তম কুমার দাস পাবলিক পরীক্ষা আইন মামলায় মোঃ মাহবুবুর রহমান ওরফে মাহাবুব রহমান, এসআই অসীম কুমার দাসের নেতৃত্বে একটি টীম চর নিলক্ষীয়া খানপাড়া এলাকা থেকে নিয়মিত মামলার আসামী মোঃ এনামুল খান ও মোঃ ছালাম খান, এসআই রাশেদুল ইসলাম ময়মনসিংহ ক্যান্টনমেন্ট কলেজের থেকে ফৌঃ কাঃ বিঃ ৫৪ ধারায় আসামী মোঃ হাফিজুল ইসলাম, এসআই টিটু সরকারের নেতৃত্বে একটি টীম দাপুনিয়া বাজার থেকে মাদক ব্যবসায়ী মোঃ রুবেল হোসেন ও মোঃ ওমর ফারুককে হেরোইন সহ, এসআই ফারুক আহম্মেদের নেতৃত্বে একটি টীম রমেশ সেন রোড থেকে মাদক ব্যাবসায়ী রেজুয়ান কায়সার জনি ও মোঃ সাকিব ভূইয়াকে ১৫ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করে। এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টীম রামকৃষ্ণ মন্দিরের পিছন থেকে মাদক ব্যবসায়ী মোঃ নাদিমকে ৪০ পিচ নেশা জাতীয় ইনজেকশন সহ, এএসআই মিজানুর রহমানের নেতৃত্বে একটি টীম আকুয়া বাইপাস থেকে পুলিশ আইনের ৩৪ ধারার অপরাধে মোঃ ইসরাফিল হোসেন, খোকন ও মোঃ সোহেলকে গ্রেফতার করে। এছাড়া এএসআই মাসুম রানা, মোজাম্মেল হক, আবুল হাসান, এসআই কামাল হোসেন, এএসআই আলামিন সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ আরো ৫ জনকে গ্রেফতার করে। পরোয়ানাভূক্তরা হলো, গোলাপ হোসেন মীর ওরফে গুলো, মোঃ ইউসুফ আলী, মোহন আলী ও গোলাম মোস্তফা। সাজাপ্রাপ্ত পলাতক হলে, জন। ইসমাইল হোসেন রনি। তাদেরকে রবিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। ওসি শাহ কামাল আকন্দ আরো বলেন, অভিযান অব্যাহত রয়েছে।