গত ০৭ আগষ্ট বিকাল ১৭.৫৫ ঘটিকার সময় র্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন ধীতপুর দক্ষিণ বাজারস্থ জনৈক মোঃ মিলন মিয়া (৩৮) এর মিষ্টির দোকানের সামনে অভিযান পরিচালনা করে জাল আমেরিকান ডলারসহ আসামী মোঃ সোহেল মিয়া (৩৫), পিতা-মৃত আঃ সোবহান ফকির, সাং-দুর্গাপুর ও মোঃ খালেকুজ্জামান @ তুহিন (২৫), পিতা-মোঃ আতাউর রহমান, সাং-পাড়া বাসাতি, উভয়থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ’দ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে (র) ৩২১ (তিনশত একুশ)টি জাল আমেরিকান ডলার, (রর) ০২ টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করে র্যাব।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ আমেরিকান জাল ডলারের ব্যবসা করে বিভিন্ন লোকের সাথে প্রতারণা করে আসছে। এ সকল অপরাধের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।