1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বিয়ের ১/২ মাস পর আর স্ত্রী’র খবর নেয়না দিপু - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে সুন্দরী আরমান হত্যায় একযুগ পর পলাতক রিপন ডিবির হাতে গ্রেফতার ময়মনসিংহ নদীতে ভাসমান লাশ ও বাইপাসে মিশুক চালক হত্যার রহস্য উন্মোচন ভালুকায় কৃষকদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন  বিদ্যাগঞ্জ ঘাটে ব্রম্মপুত্র নদী ভাসমান লাশের পরিচয় সনাক্ত ২ খুনি গ্রেফতার ময়মনসিংহে গণজাগরন মঞ্চ নেতা গ্রেপ্তার ফুলপুরে রাস্তার কাজে নিন্মমানের খোয়া ব্যবহারের অভিযোগ মিঠামইনে আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ জমি নিয়ে দ্বন্দ্ব থেকে মর্মান্তিক পরিণতি—ভাইয়ের হাতে ভাই খুন! ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা অংশে র‍্যাবের অভিযান ময়মনসিংহের উন্নয়ন পরিকল্পনায় আন্তঃবিভাগীয় সভা অনুষ্ঠিত

বিয়ের ১/২ মাস পর আর স্ত্রী’র খবর নেয়না দিপু

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১০২৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহ শহরের সাং-চরপাড়া প্রাইমারী স্কুল রোড এর দিপু প্রতারনার মাধ্যমে বহু বিবাহ করেছেন। আবার তাদেরকে কৌশলে তালাক দিয়েছেন। দিপু বিয়ে করার জন্য একাধিক জাতীয় পরিচয় পত্র বানিয়েছেন। ফলে প্রতারিত নারীরা তার টিক্কির নাগাল আর পায়না। ঠিকানাহীন ভাবে নিতে পারেনা আইনগত ব্যবস্থাও।

 দিপু মিয়া  সাথে ৮ মাস পূর্বে রেজিঃ কাবিন মূলে বিবাহ হয়। বিবাহ হওয়ার রোজিনার বেশ কয়েকদিন সংসার করার একপর্যায়ে রোজিনাকে রেখে দিপু তার বর্তমান ঠিকানা ময়মনসিংহ চলে আসে। এক পর্যায়ে গত ২৮ ডিসেম্বর আনুমানিক দুপুর ১.৩০ ঘটিকায় রোজিনা তার স্বামী দিপুর বাসার খোঁজ করিয়য়া আসিয়া তার মাকে জিজ্ঞাসা করলে তাদের পরিবারের লোকজন রোজিনাকে অথঘ্যভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে। এ সময় তারা রোজিনাকে মেরে জখম করে।

রোজিনা জানান, দিপু একটার পর একটা বিয়ে করছে আর দিপুর বড় মেয়ে বিয়ে দিয়েছে,, ছোট মেয়ের বয়স ১২ বছর, ছেলে ৫ বছর এই সব রেখে ও একটার পর একটা বিয়ে করে তার পরও নতুন করে জুলাই মাসে ৮/৭/২৪ তারিখে ঢাকায় বিয়ে করে কিছু দিন অবস্থান করে।বিয়ের পর তার কাছে ৫ লাখ টাকা চায় দিতে পারে না বলে, ওই বউকে ফেলে চলে আসে ময়মনসিংহ। ময়মনসিংহ আসার পর নভেম্বর মাসে ৬/১১/২৪ তারিখে আবার বিয়ে করে একটা বয়স্ক মহিলাকে ২৬ আর ২৫ বছর ছেলে আর মেয়ে সহ একটা মহিলাকে বিয়ে করেছে। টাকার লোভে এই মহিলাকে বিয়ে করে অনেকে দাবী করেন।

দিপুর এলাকার একাধিক মহিলা পুরুষ জানায়, দিপু বহু বিবাহ করেছে আর ছেড়েছে।

দিপু ৩ মাস পূর্বে ইয়াসমীনকে বিবাহ করে। গত ১৫ মার্চ সন্ধ্যা ৬.৩০ ঘটিকার সময় দিপুর মোবাইল- ০১৮০৪১১৪৪১৩, ০১৪০৩৪৪৯৯৪৬ ও ০১৯৩৭৬৯৩৯৮৭ নাম্বার থেকে মোবাইল নাম্বারে ফোন করে অকথ্যভাষায় গালিগালাজ সহ বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে। রোজিনাকে প্রাননাশের হুমকি প্রদর্শন করে।

রোজিনা জানান, চক্রটি তার বড় ধরনের ক্ষতি সাধন করিতে পারে। তাদের ভয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। এ ব্যপারে কোতোয়ালী থানায় জিডি ও অভিযোগ দায়ের হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD