কিশোর গন্জ মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের সাবেক মেম্বার শেখ আব্দুল হেলিম (৩৫)হত্যার মূল পরিকল্পনাকারী ও হত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে দূত বিচার ও গ্রেফতারের দাবিতে আজ বিকেলে প্রতিবাদ সমাবেশ করেছেন ঘাগড়া বাজারের ব্যবসায়ীরা। গত ১১ জুলাই শেখ আব্দুল হেলিম মেম্বার ঘাগড়া বাজারে গেলে রাত ৯টার পরে সিহাড়া গ্রামের আক্তার মেম্বার ও আইয়ুব আলীর লোকজন তাকে বাজার থেকে তোলে নিয়ে গিয়ে হত্যার করে। এর পরথেক প্রতিবাদমুখর হয়ে উঠে এলাকার লোকজন ও ব্যবসায়ীরা।আজ বিকেলে (১২আগষ্ট ) ঘাগড়া বাজারের ব্যবসায়ীর উদ্যোগে প্রতিবার সমাবেশ করেন ব্যবসায়ীরাও এলাকার লোকজন। সমাবেশে ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমান ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন রতন সিকদার, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন ভূইয়া , সাবেক মেম্বার আব্দুল রউফ,ইসলাম উদ্দিন, সাফিউর রহমান সাফির,অমর ফারুক, উজ্জ্বল ভূইয়া মাসুদ মেম্বার, আব্দুল মালেক,সাইফুল আলম, শাহ আলম, সালেক মিয়া,লিয়াকত আলী মীর । এসময় বক্তারা হেলিম মেম্বার হত্যাকান্ডে মূল পরিকল্পনাকারীসহ জড়িত সকলকে অতিদ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। জানা গেছে মামলার আসামীরা উচ্চ আদালতের আগাম জামিনে রয়েছে।