জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানকালে ৩ কেজি গাঁজা এবং ১০ গ্রাম হেরোইন ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধারসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ সফিকুল ইসলাম, জেলা গোয়ন্দো শাখা, ময়মনসিংহের নির্দেশনায় এসআই(নিঃ) আমিনুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ১২ আগস্ট ২০২২ খ্রিঃ তারিখ ১১.১৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দাপুনিয়া থেকে ৩ কেজি গাঁজা এবং ১০ গ্রাম হেরোইন ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজিসহ মাদক ব্যবসায়ী মোঃ হারুনুর রশিদ (৫৯) ও মোঃ বাকের মিয়া (২৮), ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।
৩ কেজি গাঁজা এবং ১০ গ্রাম হেরোইন ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধারসহ ২ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কোতোয়ালী মাদক মামলা দায়ের করা হয়। আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।