স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে কিশোরী ধর্ষণে অন্তঃসত্বার ঘটনায় মামলার মুলহোতা নজরুল ইসলামকে আটক করেছে র্যাব। রবিবার ১৪ আষ্ট মধ্যরাতে কোতোয়ালী থানা এলাকা থেকে র্যাব তাকে আটক করে। গ্রেফতারকৃত নজরুল শেরপুরের নকলা এলাকার বাসিন্দা।
র্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার মেজর আখের মোহাম্মদ জয় জানান, গত ২৫ জুলাই ময়মনসিংহের ফুলপুর থানা এলাকায় ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী ৫ মাসের অন্ত:সত্ত্বা হয়। এ ঘটনায় ফুলপুর থানায় মামলা হয়েছে। সংবাদ পেয়ে র্যাব-১৪ এর একটি চৌকস দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে র্যাবের একটি চৌকস দল গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে পলাতক আসামীর সুনির্দিষ্ট অবস্থান নির্নয়ের ভিত্তিতে রবিবার মধ্যরাতে ময়মনসিংহের কোতোয়ালী থানা এলাকা থেকে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী ৫ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় মামলার এজাহারনামীয় পলাতক আসামী নজরুল ইসলামকে আটক করে। তিনি আরো বলেন, গত ৩১ জানুয়ারি কিশোরীর মা মামলার বাদীনি ইউপি নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারনার কাজে ব্যাস্ত থাকার সুযোগে আসামী নজরুল ইসলাম কৌশলে বাদীনির বসত বাড়ীতে প্রবেশ করে তার কিশোরী মেয়েকে ফুসলিয়ে ও বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ধর্ষণ করে। একই কায়দায় আসামী ঐ কিশোরীকে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে কিশোরীর শারীরিক পরিবর্তন দেখা দিলে ডাক্তারী পরীক্ষার মাধ্যমে জানতে পারে সে ৫ মাস ৭ দিনের অন্তঃসত্ত্বা। নজরুল ইসলাম কর্তৃক ১৩ কিশোরী একাধিবার ধর্ষণ ও অন্তঃসত্ত্বার বিষয়টি জানতে পেরে তার মা খাদিজা খাতুন বাদী হয়ে ফুলপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। আটক নজরুল ইসলামকে ফুরপুর থানায় হস্তান্তর করেছে র্যাব।