হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্টের জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় ময়মনসিংহ মহানগরীর সবত্র পালিত হয়েছে।
জাতীয় শোক দিবসে গভীর শোক ও শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে আওয়ামী লীগ নেতা সুমন ভৌমিক জাতীয় শোক দিবস পালন করেন।
সোমবার (১৫ আগস্ট) সকালে ময়মনসিংহ মহানগরের প্রাণকেন্দ্র দূর্গাবাড়ি রোডস্থ পূবালী ব্যাংকের সামনে দোয়া ও মোনাজাত এর মাধ্যমে জাতীয় শোক দিবস অনুষ্ঠান শুরু হয়। এর পর উক্ত অনুষ্ঠানের উদ্বোধক ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বেগম নুরুন্নাহার শেফালী খাবার বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন। এসময় মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের ভীড় দেখা যায়। মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরাও খাবার বিতরণ করেন। প্রধান অতিথি ছিলেন সাবেক ধর্মমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান।
এছাড়া অনুষ্ঠানের প্রধান আর্কষণ ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা মোহিত উর রহমান শান্ত অনুষ্ঠানে এলে নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের ঢল নামে। তিনি সকলের মাঝে খাবার বিতরণ করেন। খাবার বিতরণের পর তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রওনা দেন।
উক্ত অনুষ্ঠানের আয়োজক ময়মনসিংহ শহর কৃষক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ময়মনসিংহ জেলা কৃষক লীগের সাবেক আহবায়ক কমিটির সদস্য ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ, ময়মনসিংহ মহানগর শাখার সাবেক সহ-সভাপতি আওয়ামী নেতা সুমন ভৌমিক জাতির পিতার জীবন দর্শন, সততা ও বিচক্ষণতা অনুসরণ করে এবং জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করে নিজেকে গর্ববোধ মনে করেন। তিনিও সকলের মাঝে খাবার বিতরণ করেন।