ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ কার্পেট মিলের সামনে একজন বৃদ্ধ লোক নাম তার উসমান (৬০) ৫/৭ দিন ধরে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকার স্থানীয় লোকজন ৯৯৯ নাম্বারে যোগাযোগ করে সহযোগিতা চাইলে তাৎক্ষণিক কোতোয়ালী মডেল থানার মানবিক অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ,পিপিএম (বার) ঘটনাস্থলে পুলিশ টিম পাঠান। পরে ঘটনাস্থলে পৌঁছে কোতোয়ালী মডেল থানার পুলিশ টিম। ঘটনাস্থল থেকে বৃদ্ধ লোকটিকে স্থানীয় লোকজনের সহযোগিতায় চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ,পিপিএম (বার) জানান, লোকটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, তাঁর নাম বলে উসমান (৬০) এ ছাড়া আর কিছু বলতে পারছে না। ২/১ দিন চিকিৎসা অবস্থায় থাকলে সুস্থ হবে ইনশাআল্লাহ।