শোকের মাস আগষ্ট ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আশফাক আল রাফী শাওন ফাউন্ডেশনের উদ্যোগে ১৬ আগষ্ট ফুলবাড়িয়ার লক্ষিপুরে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুসের নিজ বাড়িতে মিলাদ, দোয়া মাহফিল ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, জাতীয় পরিষদের সদস্য আলহাজ্ব শামসুল আলম তালুকদার, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাইদ দীন ইসলাম ফখরুল, আওয়ামী লীগের নেতা প্রদীপ ভৌমিক, জেলা আওয়ামী লীগের সদস্য ও ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, সাংগঠনিক সম্পাদক কেরামত আলী জিন্নাহ, দফতর সম্পাদক সাংবাদিক মো আব্দুল আজিজ, সদস্য এস এম ইব্রাহিম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান জামান, যুব লীগের যুগ্ম আহবায়ক মঞ্জুরুল হক রাসেল, জেলা যুবলীগ নেতা সাইফুল আলম কাজল, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ প্রথমে জেলা ছাত্র লীগের সাাবেক সহ সভাপতি প্রয়াত আশফাক আল রাফী শাওনের কবর জিয়ারত এবং পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট কালোরাতে দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে কতিপয় বিপথগামী সেনাসদস্যের হাতে শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির উন্নতি এবং মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সবশেষে অসহায়দের মাঝে খাবার বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।