ময়মনসিংহ সদর উপজেলার রাজগঞ্জ বাজারস্থ লেতু মণ্ডল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক ও সুধী সমাবেশ গত শনিবার সকালে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে ।
শিক্ষার মান উন্নয়নে অভিভাবক ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শম্ভুগঞ্জ জিকেপি ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি লায়ন ড. মো. সিরাজুল ইসলাম ।
লেতু মন্ডল কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের অ্যাডোব কমিটির আহবায়ক তোফাজ্জল হোসেন তোতা এর সভাপতিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের রেক্টর মো. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম চম্পা, সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক শহিদুল ইসলাম শহীদ, সহকারী শিক্ষক রাবেয়া বেগম, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ মনজুরুল হক, প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মালেক, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাহফুজ মোশের্ ও গোলাম রব্বানী প্রমোখ বক্তব্য রাখেন ।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের লেখাপড়ার মান উন্নয়নের লক্ষে বিভিন্ন মতামত তুলে ধরেন এবং বিদ্যালয়ের সকল কর্মকান্ডে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করাসহ সকল সমস্যার সমাধানে বিদ্যালয়ের পাশে থাকার আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ ।