নেত্রকোনা জেলা পুলিশ সুপার হিসেবে যোগদান ফয়েজ আহমেদ ২২ আগষ্ট নেত্রকোনা যোগদান করেছেন । তিনি সাবেক পুলিশ সুপার আলী আকবর মুন্সির স্থলাভিষিক্ত হলেন ।
জানাগেছে ফয়েজ আহমেদ ১৯৭৯ সালে ৩১ ডিসেম্বর বরিশাল বিভাগের আগৈলঝাড়া উপজেলার আম্বুলা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৯৫ খুলনা পাবলিক কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন।
২০০৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে বিএসএস ও ২০০৩ সালে এমএসএস ডিগ্রী লাভ করেন। ২০০৪ সালে ২৫ তম বিসিএস পুলিশ ক্যাডারে যোগদান করেন।
২০১৮ সালে জনপ্রশাসন মন্ত্রণালয় বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ রেজিস্টাট থেকে টেরিরিজ এন্ড সিকিউরিটিতে এম,এস,সি ডিগ্রী লাভ করেন।
১৫ বছর চাকরি জীবনে তিনি অপরাধ বিভাগ সিআইডি , বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার ও জাতিসংঘের আইভরিকোস্টে কাজ করেছেন।
গতকাল ২২ আগষ্ট তিনি নেত্রকোনা পুলিশ সুপার হিসাবে যোগদান করেছেন। পুলিশ সুপার হিসেবে যোগদানের আগে তিনি স্পেশাল ব্রাঞ্চ ঢাকাতে কর্মরত ছিলেন।