ফুলবাড়ীয়ার বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক এবং ফুলবাড়ীয়া থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মৌলভি মরহুম আব্দুল কদ্দুসের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আছর ফুলবাড়িয়া বাজার বড় পুকুর পাড় জামে মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, অধ্যাপক আবুল হোসেন, সাধারন সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক কেরামত আলী জিন্নাহ, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান ইকবাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্টানে উপজেলা আওয়ামী লীগের প্রথম সভাপতি মরহুম আব্দুল কদ্দুস এবং তার ভাতিজা প্রয়াত মোস্তাফিজুর রহমান দুলালসহ অন্যান্যদের আত্বার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, মরহুম আব্দুল কদ্দুস ফুলবাড়িয়া থেকে বার বার নির্বাচিত সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মোঃ মোসলেম উদ্দিন এডভোকেটের শ্বশুর এবং ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিমের নানা।