ক
স্টাফ রিপোর্টার। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গত শনিবার (২০ আগস্ট) ময়মনসিংহ জেলার জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ আফজাল হোসেন হারুন ও সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিনের সাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ফুলবাড়িয়া উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। মির্জা মোঃ ফজলুল হককে আহ্বায়ক ও রফিকুল ইসলাম রুবেলকে সদস্য সচিব করে ফুলবাড়িয়া উপজেলায় ৬১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে এছাড়া যুগ্ম আহবায়ক গোলাম আজম রুবেল, মোঃ রিপন মিয়া, মোঃ শরাফ উদ্দিন,নূর মোহাম্মদ শেখ, ডাঃ মোঃ মোফাজ্জল হোসেন, সদস্য মোঃ জামাল উদ্দিন,শরীফ আহম্মেদ, মির্জা মোঃ আব্দুল আলীম সহ ৬১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
ময়মনসিংহ জেলার জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ও ফুলবাড়িয়া উপজেলার আহ্বায়ক জননেতা ডাঃ কে আর ইসলাম নব গঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।