স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী, দস্যুতা ও পরোয়ানাভুক্তসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় চার অপরাধীকে গ্রেফতার করা হয়। এর মাঝে এসআই শাহ মিনহাজ উদ্দিনের নেতৃত্বে একটি টীম রেলওয়ে স্টেশন রোড তাজমহল মোড় সংলগ্ন হাফিজিয়া আবাসিক হোটেলের সামনে থেকে মাদক ব্যবসায়ী মাফি উদ্দিন ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। এসআই কামরুল হাসানের নেতৃত্বে একটি টীম ঢাকা-ময়মনসিংহ রোডের দিঘারকান্দা ব্ইাপাস মোড় থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ সিফাত এবং এসআই দেবাশীষ সাহা ও এসআই মেহেদী হাসান পৃথকভাবে আদালতের পরোয়ানাভুক্ত আরো দুইজনকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ হাসেম, ও রবিউল। তাদেরকে শনিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।