স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান পরিচালনা কওে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও এককেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। শুক্রবার রাতে পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে ডিবির এসআই সোহরাব আলী সংগীয় অফিসার ফোর্সসহ শুক্রবার রাতে গৌরীপুরের নন্দীগ্রাম থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী কাজল মিয়াকে গ্রেফতার করে। এছাড়া এসআই শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ মুক্তাগাছার ভাবকীর মোড় থেকে এককেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী লিটন মিয়াকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। শনিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।