স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করতে কোতোয়ালী মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে পুলিশ অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেফতার করে।
এর মাঝে এসআই আবুল কাশেমের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে নেত্রকোনার পূর্বধলা জাওয়ানী গ্রাম থেকে এজাহার নামীয় আসামীর শ্বশুড়বাড়ি থেকে সুলতান মাহমুদ ও আছিয়া খাতুনকে গ্রেফতার করে। তাদের বাড়ি সদরের রঘুরামপুরে। এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে একটি টীম সানকিপাড়া রেলক্রসিং এলাকা থেকে চুরি মামলার আসামী আবিজুর রহমান ওরফে রাজন, এসআই শাহ মিনহাজ উদ্দিনের নেতৃত্বে একটি টীম নগরীর ওল্ড পুলিশ ক্লাব রোড(স্বদেশী বাজার) মেহেদী টাওয়ার এন্ড শপিং সেন্টারের সামনে থেকে মাদক ব্যবসায়ী সাফিউল হক সানি ও রাজন মজুমদারকে ৭০ পিচ নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় নিয়মিত মামলা হয়েছে। রবিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।