স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহ পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা রবিবার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। ময়মনসিংহের নবাগত পুলিশ সুপারের প্রথম কল্যাণ সভা ছিল এই সভা। শুরুতেই পুলিশ সুপার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্ট শাহাদতবরণকারী সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের গৌরবময় অধ্যায় ‘প্রথম প্রতিরোধের’ কথা সগৌরবে উচ্চারণ করেন। সভায় পুলিশ সদস্যদের জনসেবা ও জন আস্থা অর্জনের জন্য পেশাদারিত্বের সঙ্গে কাজ করার জন্য নবাগত পুলিশ সুপার নির্দেশ দেন। এর আগে তিনি মনোযোগ সহকারে পুলিশ সদস্যদের সকল সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেন। পুলিশ সদস্যদের খাবার মেস, আবাসন, পোশাক, ঔষুধ, রেশন, টিএ/ডিএ, ছুটি ব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালনা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। ফোর্সের কল্যাণে বিন্দুমাত্র ব্যতয় পরিলক্ষিত হলে সংশ্লিষ্টদের কঠোর জবাবদিহির আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। পাশাপাশি ফোর্স-অফিসারদের শৃংখলা রক্ষা ও মাদকের সাথে পুলিশ সদস্যদের কোন ধরণের সংশ্লিষ্টতায় কঠোর অবস্থানের হুশিয়ারি করেন। কল্যাণ সভা শেষে নবাগত পুলিশ সুপার পুলিশ লাইন্সের ফোর্সের খাবার মেস, ব্যারাক ভবন, সেলুন, ক্যান্টিন, ডি-স্টোর, সি-স্টোর, রেশন স্টোর, মেহমানখানা, পুনাক শোরুম, অস্ত্রাগার ঘুরে দেখেন এবং প্রাপ্ত সমস্যাগুলো তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার ফজলে রাব্বি, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাদ) রায়হানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফাল্গুনী নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সহ সকল পদস্থ কর্মকর্তা, বিভিন্ন থানার ওসি এবং ফাড়ির ইনচার্জগন উপস্থিত ছিলেন।