1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহের ফুলপুরে তেলের ড্রাম লুটের মামলায় ৪ ডাকাত গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে  ইউপি সচিবের বিরুদ্ধে নানা অভিযোগ নিজ উদ্যোগ ও সামাজিক সহযোগিতায় রাস্তা করে দিলেন যুব দলের একনিষ্ঠ কর্মী লিটন খান দেশে সারের কোনো সংকট নেই, ন্যায্যমূল্যে সার ও বীজ পাবে কৃষক- স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা ময়মনসিংহে সিআইপি শামীমসহ মৃত ব্যক্তিও হয়েছে আসামী ত্রিশালে বাইক রাইডার হত্যা পিবিআই কর্তৃক রহস্য উদঘাটন গ্রেফতার ৩ তারাকান্দার শিক্ষক হাবিবুরের বিরুদ্ধে নাশকতার মামলাঃ অনিয়মের বহু অভিযোগ তদন্ত রির্পোটে আসেনি ময়মনসিংহে ডিবির অভিযানে ইয়াবা ও গাজাসহ গ্রেফতার ৪ ময়মনসিংহে চোরের বিক্রি করা মোটরসাইকেল ডিবি পরিচয়ে ছিনতাই নালিতাবাড়ীতে ৬৫০ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার অফিস কক্ষে মিললো আওয়ামী পন্থী কর্মকর্তার মৃত দেহ

ময়মনসিংহের ফুলপুরে তেলের ড্রাম লুটের মামলায় ৪ ডাকাত গ্রেফতার

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১০২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহের ফুলপুর থেকে উদ্ধারকৃত ভোজ্যতেল লুটের ঘটনায় চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৬ আগষ্ট রাতে রাজধানীর খিলগাঁও, সবুজবাগ ও কদমতলী এলাকা থেকে ফুলপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা ডাকাতরা হলো আরিফ মিয়া ,আজগর আলী, মোঃ শাকিব ও আব্দুল খালেক। তাদের বাড়ি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। তাদেরকে আদালতে পাঠানো হলে, তারা স্বিকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে পুলিশ জানায়।
ফুলপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, গত ১৬ আগষ্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ফুলপুরের ভাইটকান্দি ইউনিয়নের বড় চিলাগাই গ্রামের আব্দুল্লার মোড়ে কিছু সংখ্যক চোরাই ভোজ্যতেলের ভর্তি ড্রাম একটি গোডাউনে লুকিয়ে রাখা হয়েছে। ঐ স্থানে কোন তেলের ব্যবসায়ী না থাকায় তাৎক্ষনিক তার নেতৃত্বে অভিযান চালিয়ে বড় চিলাগাই আব্দুল্লার মোড়ে শাহজাহান মিয়ার গুদাম থেকে ৪৪টি ভোজ্যতেল ভর্তি ড্রাম উদ্ধার করা হয়। যাহার মূল্য প্রায় পৌনে ১২ লাখ টাকা। ড্রামগুলোর মালিকানা খুজে ত্রিশাল থানা পুলিশ জানা গেছে, তেল ভর্তি ড্রাম গুলোর মালিক আব্দুল্লাহ আল মুজাহিদ ওরফে হৃদয়। সে গাজীপুরের শ্রীপুরের ব্যবসায়ী। ওসি আরো বলেন, ঐ ব্যবসায়ী গত ১৫ আগষ্ট রাতে ট্রাকযোগে তেলের ড্রামগুলো নিয়ে আসার পথে নারায়গঞ্জের রূপগঞ্জের কাউনি নামক স্থানে একটি সাদা রংয়ের হায়েস মাইক্রোবাসযোগে ৭/৮ জনের একটি ডাকাত দল ট্রাকের সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং তারা নিজেদেরকে ডিবি পুলিশের পরিচয় দিয়া ট্রাকের ড্রাইভার, হেলপার ও ম্যানেজারকে ট্রাক থেকে নামিয়ে ইলেকট্রিক শক দিয়ে হাত ও চোখ বেধে মাইক্রোবাসের পিছনের সিটে ফেলে রাখে। ডাকাত দলের সদস্যরা ৬০ ড্রাম ভর্তি ভোজ্যতেল ও তেল বাহী ট্রাক লুট করে নিয়া যায়।
এ ব্যাপারে ফুলপুর থানায় মামলা নং-১৮ তারিখ ২০/০৮/২০২২ হয়েছে। আমি নিজেই মামলার তদন্তভার নেই। পুলিশ সুপারের নির্দেশে ও পরামর্শে তেলের ড্রাম লুটের রহস্য উদঘাটন, জড়িতদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে বিরতিহীন অভিযান শুরু করি। অভিযানে লুণ্ঠিত অবশিষ্ট ১৫ ড্রাম ভোজ্যতেল হালুয়াঘাট থেকে উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাতির ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাস জব্দ ও মাইক্রোবাসের ড্রাইভার, রেন্ট-এ কারের মালিক ও সহযোগীদের গ্রেফতার করা হয়। অভিযানের ধারাবাহিকতায় রাজধানীর খিলগাঁও, সবুজবাগ ও কদমতলী এলাকা থেকে ডাকাত মোঃ আরিফ মিয়া, আজগর আলী, মোঃ শাকিব ও মোঃ আব্দুল খালেককে গত ২৬ আগষ্ট রাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা আদালতে ১৬৪ ধারার জবানবন্দি দিয়েছে। ওসি আরো বলেন, ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD