স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন অপরাধের দায়ে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসিশাহ কামাল আকন্দ জানান, নবাগত পুলিশ সুপার মাাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনে আওতায় আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই মুহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা মধ্য বাড়েরা নিজামনগর থেকে নিয়মিত মামলার আসামী রিফাত জেসমিন জেসি, গ্রেফতার করে। এসআই সোহেল রানার নেতৃত্বে একটি টীম কাঠগোলা গুদারাঘাট বাজার থেকে মাদক ব্যবসায়ী মোঃ রাব্বীকে আধাকেজি গাজাসহ গ্রেফতার করে। এসআই মেহেদী হাসানের নেতৃত্বে একটি টীম চরপাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের গেইটের সামনে থেকে চোরাই মোবাইল কেনাবেচাকালে দুলাল মিয়া ও কবির হোসেনকে ৫টি চোরাইম মোবাইলসহ গ্রেফতার করে। এসআই উজ্জল সাহার নেতৃত্বে একটি টীম নগরীর ষ্টেশন মোড় এলাকা থেকে দস্যুতার চেস্টা মামলার আসামী লিটন, এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টীম আকুয়া চৌরঙ্গীর মোড় এলাকা থেকে দস্যুতার চেস্টা মামলার আসামী এমদাদুল ইসলামকে গ্রেফতার করে। এছাড়া এসআই দেবাশীষ সাহা, এসআই মানিকুল ইসলাম, এসআই তাইজুল ইসলাম, এএসআই আবুল কালাম আজাদ পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ চার পলাতককে গ্রেফতার করে। তারা হলো, জিকেএমসি সাহা রোডের মোঃ ওয়ালিদ, উনাইরপাড়ের মোঃ আরিফ, হামিদা বেগম, মেহেনাজ আক্তার ও ফজর আলী। তাদেরকে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে পুলিশ। অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।