সানজানা মুসাদ্দিকা (২১), ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী। গত শনিবার (২৭ আগস্ট) দুপুরে দক্ষিণখান মোল্লারটেক এলাকার একটি ১০তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে।
এরপর থেকে তার জন্মদাতা পিতা শাহিন আলম আত্মগোপনে চলে যান। পরে ওই শিক্ষার্থীর মায়ের করা মামলার প্রেক্ষিতে ময়মনসিংহের গফরগাঁও এলাকা থেকে আজ ৩১ আগস্ট অভিযুক্ত পিতা শাহিন আলমকে গ্রেপ্তার করে র্যাব।
উল্লেখ্য, সানজানা আত্মহত্যার আগে তার পিতা শাহীন ইসলামের বিরুদ্ধে একটি সুইসাইড নোট লিখে যায়। তাতে তিনি লেখেন, “আমার মৃত্যুর জন্য আমার বাবা দায়ী। একটা ঘরে পশুর সঙ্গে থাকা যায়। কিন্তু অমানুষের সঙ্গে না। একজন অত্যাচারী রেপিস্ট, যে কাজের মেয়েকেও ছাড়ে নাই। আমি তার করুণ ভাগ্যের সূচনা।”
আর ভাবতে পারছিনা, ওই অমানুষগুলোর মগজে কি পরিমানের পঁচন ধরেছে !!!
সূত্র – Kamal Barua