ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত সহ বিভিন্ন অপরাধের দায়ে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে ।
এর মাঝে এসআই নিরুপম নাগ, এসআই শাহ মিনহাজ উদ্দিনের নেতৃত্বে একটি টিম গাজীপুর সহ ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মবিল চুরির মূল হোতাকেওয়াটখালী মরাখোলা পাওয়ার হাউজ রোডের আসাদুল ইসলামকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে চোরাই হওয়া আলামতের মধ্যে ২৫৭.৮ লিটার মবিল উদ্ধার করা হয়।এ মামলায় আরো ২জনকে এর আগে গ্রেফতার করা হয়। যার কোতোয়ালী মডেল থানার মামলা নং-৮৩, তারিখ-২১/০৮/২০২২ ইং, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড। অপর অভিযানে ভাবখালী এলাকা থেকে বিষ্ফোরক মামলার আসামী শহিদুল ইসলামকে গ্রেফতার করে।এসআই রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি টীম কেওয়াটখালী কাশবন আবাসিক এলাকা থেকে ডাকাতির চেষ্টা মামলা আসামী দেলোয়ার হোসেন ও আতিক মিয়াকে দেশীশ অস্ত্র সহ গ্রেফতার করে।
এসআই হারুনুর রশিদের নেতৃত্বে একটি টীম তারাপুর সেনের চর অষ্টধার থেকে নিয়মিত মামলার আসামী মোঃ আঃ সালাম ও আজিজুলকে গ্রেফতার করে।
এছাড়া এসআই টিটু সরকার, দিদার আলম, ১নং ফাড়ির ইনচার্জ এসআই আনোয়ার হোসেন, এএসআই রুহুল আমিন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ চারজনকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ নয়ন ও মোঃ আব্দুল করিম। এদের মধ্যে একই ব্যক্তির নামে একাধিক গ্রেফতারী পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানায়। শুক্রবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।