ভালুকা মডেল থানার পুলিশ মাদক কারবারে জড়িত অভিযোগে গ্রেফতার হওয়া এক এসআই ও দুই কনস্টেবলসহ ৫ জনকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
ময়মনসিংহ মূখ্য বিচারিক ৮ নম্বর আমলী আদালতে সোমবার সন্ধ্যায় আসামিদের তোলা হলে বিচারক মো. ইমাম হাসান তাদের কারাগারে পাঠান। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পরিদর্শক মো. জসিম উদ্দিন।
আসামিরা হলেন ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মানস কুমার শিকদার, কনস্টেবল আব্দুল মান্নান ও মুসফিকুজ্জামান, ভালুকা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জামুরভিটা এলাকার আশিকুর রহমান নিরব ও একই এলাকার খোকন শেখ।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
মামলার বিবরণ থেকে তিনি বলেন, শনিবার সকালে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ইয়াবা কেনাবেচার তথ্যে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি আশিকুর রহমান নিরব ও খোকন শেখ দৌড়ে পালানোর সময় পুলিশ তাদের আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ২২০ পিস ইয়াবা জব্দ করা হয়।
পুলিশ জানায়, আটক দুজনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভালুকা মডেল থানার এসআই মানস কুমার শিকদার, কনস্টেবল আব্দুল মান্নান ও মুসফিকুজ্জামানের সহযোগিতায় তারা দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা করে আসছেন।
ভালুকা থানার কতিপয় পুলিশের গাফিলতি ও ডিউটি কালিন সময়ে যথাযথ দায়িত্ব পালন না করে প্রভাবশালী ব্যক্তিদের সাথে আড্ডায় মসগুল থাকে। ফলে ইতিমধ্যে একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে ।