স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। আসন্ন শারদীয় দুর্গোৎসব, ২০২২ আড়ম্বপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পালনের লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়নের জন্য প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১২ সেপ্টেম্বর ময়মনসিংহ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় পাঁচ দিনব্যাপী (১-৫ অক্টোবর পর্যন্ত) শারদীয় দুর্গোৎসব পালনকে কেন্দ্র করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ বহুবিধ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তের মধ্যে রয়েছে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতীমা তৈরির কারখানাসমূহের নিরাপত্তা প্রদান করা। ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত মূল পর্বের এবং পূজা বিসর্জন পরবর্তী নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়া উৎসব পালন উপলক্ষ্যে প্রতিটি পূজামন্ডপে সার্বক্ষণিক আনসার সদস্য মোতায়েনসহ বিদ্যুতের সর্বোচ্চ সরবরাহ নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।।
সভায় সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, প্রতিটি উপজেলা পর্যায়ে ইউএনও এবং এসিল্যান্ড মোবাইল কোর্ট পরিচালনা করবে। জেলা পর্যায়ে অতিরিক্ত জেলা প্রশাসকগণের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এছাড়াও পুলিশের মোবাইল টিম সর্বক্ষণ টহল দিবে। বর্তমান সরকারের সুনাম বজায় রাখতে রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করে নিরাপত্তার দিকে বিশেষ নজর রাখার জন্য নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, এই দুর্গাপূজা নিয়ে যদি কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় গুজব রটানোর চেষ্টা করবে, সে যেই হোক না কেন তার মূল পর্যন্ত খুঁজে বের করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ উৎসব পালন আমাদের দেশের ভাবমূর্তির বিষয়।
উল্লেখ্য, সভায় জানানো হয় এ বছর ময়মনসিংহ জেলায় প্রায় ৮১০ টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। সভায় ময়মনসিংহের নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, সিভিল সার্জন ডাঃ মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারগণ, আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাবৃন্দ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মহানগর আওয়ামী লীগের সভাপতি, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা পর্যায়ের পূজা উদযাপন পরিষদের সদস্যবৃন্দ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের সভাপতি, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।