স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত সহ বিভিন্ন অপরাধের দায়ে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের গ্রেফতারে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।এর মাঝে এসআই আশরাফুল আলমের নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ মোড় এলাকা থেকে অপহরন সহ ধর্ষনের চেস্টা মামলায় আসামী পাপুল আহম্মেদ মোল্লা, এসআই শারমিন আক্তার শাম্মীর নেতৃত্বে একটি টীম রহমতপর বাইপাস এলাকা থেকে ধর্ষনের চেস্টা মামলার আসামী জুয়েল হাসান জয়, এসআই খোরশেদ আলমের নেতৃত্বে একটি টীম বলাশপুর আলীয়া মাদ্রাসা থেকে নিয়মিত মামলার আসামী সুরাইয়া ইয়াছমিন রুনা গ্রেফতার করে।এছাড়া এসআই শাহ মিনহাজ উদ্দিন, এএসআই সুজন চন্দ্র সাহা, এসআই আনোয়ার হোসেন এবং এসআই আল মামুন সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ আরো ৪ জনকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ মন্তাজ আলী, মোঃ ইমন মিয়া, রাব্বি হাসান ও মোঃ ফারুক মিয়া। তাদেরকে শুক্রবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।