স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম মোশাররফ হোসেন খান নিলুর মৃত্যু দিবস পালন উপলক্ষে ২৩ সেপ্টেম্বর শুক্রবার ১২টায় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রয়াত মোশাররফ হোসেন খান নিলুর কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়েছে।নগরীর কালিবাড়িস্থ কবরস্হানে মরহুমের কবর জিয়ারতকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাইদ দীন ইসলাম ফখরুল, বন ও পরিবেশ সম্পাদক মিরন চৌধুরী, যুব লীগ নেতা আনোয়ার হোসেন আনোয়ার, সজিব ওয়াজেদ জয় পরিষদের বিভাগীয় সভাপতি রুবেল শিকদার, ছাত্র লীগ নেতা সাদ্দাম হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বলাশপুর আবাসনপল্লী শাখার সভাপতি ফরহাদ আলম খান সোহেল সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেন। মোনাজাত পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস।