১০ সেপ্টেম্বর ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের কবর স্থান থেকে উদ্ধার হওয়া অর্ধগলিত বস্তাবন্ধী রহিমা বেগমের লাশটি নিজের মায়ের বলে দাবী করেছেন খুলনার দৌলতপুর থানার উত্তর বনিকপাড়া মহেশ্বরপাশা মহল্লার মৃত মান্নান হাওলাদারের ছোট মেয়ে মরিয়ম আক্তার। নিখোঁজ হওয়া মায়ের লাশ সনাক্তের জন্য (২৩ সেপ্টেম্বর) শুক্রবার সকাল সাড়ে দশটায় তিন বোনসহ ফুলপুর থানায় আসেন তিনি। কয়েকদিন আগে পুলিশী উদ্ধারকৃত অজ্ঞাত বস্তাবন্দী রহিমা বেগমের লাশ সনাক্তে জব্দকৃত কাপড়-চোপড় ও সেলোয়ারের রং দেখে মরিয়ম বলেন, এটিই আমার মায়ের লাশ। সেলোয়ারটি আমার মায়ের এবং জামাটা আমাদের বাসার ভাড়াটে মহিলার। উল্লেখ্য যে, গত ২৭ শে আগস্ট রাত সাড়ে দশটার দিকে পানি আনতে বাসার নিচে যান মরিয়ম আক্তারের মাতা রহিমা খাতুন। পরে আর তাকে খোঁজে পাইনি তার পরিবার। এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল মামুন বলেন, তারা উক্ত লাশের ডিএনএ প্রোফাইল ম্যাচ করাতে আগ্রহী। আমরা পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণে তৎপর আছি।