স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৬ জনকে গ্রেফতার করা হয়। এর মাঝে এসআই আলাউদ্দিনের নেতৃত্বে একটি টীম নগরীর দিঘারকান্দা ঢাকা বাইপাস মোড় থেকে অবৈধ অস্ত্র, গুলি ও ২৭ গ্রাম হেরোইনসহ নুর ইসলাম ভূঁইয়া নামে একজনকে গ্রেফতার করে। সে নান্দাইল উপজেলার কানুরামপুরের আবুল কালাম ওরফে কলম ভূঁইয়ার ছেলে।
এছাড়া এসআই আনোয়ার হোসেন-২, এএসআই জহিরুল ইসলাম ও চান মিয়া পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত চার আসামীকে গ্রেফতার করে। তারা হলো, টুটুল মিয়া, লিলি বেগম ও খাইরুল ইসলাম হৃদয়। এদেও মাঝে একই ব্যাক্তির নামে একাধিক পরোয়ানা ছিল বলে পুলিশ জানায়। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।