ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বালিয়ান ইউনিয়নে জনগণের সমর্থন ধরে রাখতে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ইউপি চেয়ারম্যান ইন্জিনিয়ার মিজানুর রহমান পলাশ । বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এলাকার রাস্তা ঘাট ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করায় চেয়ারম্যান ইন্জিনিয়ার মিজানুর রহমান পলাশ এর প্রতি সন্তোষ প্রকাশ করেন স্হানীয় এলাকা বাসী।
জানা গেছে, ইউপি চেয়ারম্যান ইন্জিনিয়ার মিজানুর রহমান পলাশ নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হয়েছেন। স্হানীয়রা জানান, ইউপি চেয়ারম্যান ইন্জিনিয়ার মিজানুর রহমান পলাশ খুবই ভালো মানুষ, অসহায় গরীব মানুষের বন্ধু। সবার সুখে দূঃখে সবসময় পাশে পাওয়া যায়।
স্হানীয় এলাকা জুড়ে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাস্তা ঘাটের উন্নয়ন সহ দীর্ঘদিনের প্রত্যাশিত দত্তপাকুটিয়া দক্ষিণপাড়া নজু মন্ডল বাড়ী পারিবারিক কবরস্থানে বাউন্ডারি ওয়াল নির্মান,বালাশ্বর দক্ষিণপাড়া ফুরকানিয়া মাদ্রাসার ঘর নির্মান,বালাশ্বর মধ্যপাড়া আহমেদিয়া কবরস্থানে মাটি ভরাট সহ বৈদ্যবাড়ী ছাবেদ আলী মন্ডল বাড়ী জামে মসজিদ উন্নয়ন এবং তেলিগ্রাম বাজার কাছেমুল উলুম মাদ্রাসার মাঠ ভরাট সহ বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প বাস্তবায়ন করায় খুশি স্হানীয় এলাকা বাসী। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ইন্জিনিয়ার মিজানুর রহমান পলাশ বলেন, জনগণ আমাকে চেয়ারম্যান বানিয়েছেন তাদের সেবা করার জন্য, তাছাড়া সেবাতে ই আত্বতৃপ্তি বলে মনে করি সুতরাং সেটা মাথায় রেখেই নিরলস কাজ করার চেষ্টা করছি। জনগণ আমাকে যেভাবে বিশ্বাস করে ভোট দিয়েছে আমি সেই বিশ্বাস ধরে রাখতে চাই।