জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানে ১ কেজি গাঁজা ও ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেন।
এসআই(নিঃ) মোহাম্মদ শহিদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ২৭ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ তারিখ বিকাল ১৬.১০ ঘটিকায় মহেশপুর থেকে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ শামছুদ্দিন (৭০) গ্রেফতার করা হয় ।
এসআই(নিঃ) মোঃ সাইদুর রহমান আলী সংগীয় অফিসার ময়মনসিংহ জেলার ত্রিশাল থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ২৭ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ তারিখ ২২.০০ ঘটিকায় বালিপাড়া থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদাক ব্যবসায়ী মোঃ আসাদুল (৪০) গ্রেফতার করা হয়।
১ কেজি গাঁজা ও ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ২ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মুক্তাগাছা এবং ত্রিশাল থানায় পৃথক ২টি মাদক মামলা দায়ের করে আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।