জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
পুলিশ জানান, এসআই(নিঃ) মোঃ আজগর আলী সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ২৮ সেপ্টেম্বর বেলা ১৬.৪৫ ঘটিকায় গড় বাজাইল থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যত মাদক ব্যবসায়ী মোঃ আল আমীন (২৮), পিতা-মোঃ কাজিমু্দ্দিন, মাতা-সুফিয়া খাতুন, সাং- সুরেরপাড়, থানা ফুলবাড়ীয়া জেলা ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এ বিষয়ে মুক্তাগাছা থানায় মাদক মামলা দায়ের করে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।