স্টাফ রিপোর্টারঃ নেত্রকোনার দূর্গাপুর উপজেলার গন্ডাবেড় গ্রামে অবস্থিত জান্নাতুল ফেরদৌস বালিকা এতিমখানা, মহিলা মাদ্রাসা ও অটিষ্টিক স্কুলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার বিকেলে আনন্দ ঘন পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়। এ-সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মোঃ আলী সোবান, মাও মোসলেম উদ্দিন,কর্নেল আবু তাহের পাঠাগারের প্রতিষ্টাতা আজিজুর রহমান,জান্নাতুল ফেরদৌস মহিলা মাদ্রাসা শাখার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মানিক মিয়া,উপদেস্টা কমিটির সভাপতি আব্দুর রহমান, জান্নাতুল ফেরদৌস বালিকা এতিমখানা শাখার ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক শেখ মামুনুর রশীদ মামুন সহ স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মোঃ আলী সোবান বলেন,মেধাবী শিক্ষকরাই পারেন মেধাবী শিক্ষার্থী গড়ে তুলতে, সেক্ষেত্রে শিক্ষার্থীর অভিভাবকদের আরও সচেতন হতে হবে। এছাড়াও শিক্ষার্থীদের পাঠদানে শিক্ষকদের আরও যত্নশীল আহবান জানান তিনি।