নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কর্তৃক সীমান্তে চোরাচালান বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ৪৮, ৪০,০০০/- টাকার বিপুল পরিমানে বাংলাদেশী সুপারী জব্দ করেন।
০১ অক্টোবর ২০২২ তারিখ ১৫০০ ঘটিকা হতে ১৭৪০ ঘটিকা পর্যন্ত কলমাকান্দা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব আবুল হাসেম এর নেতৃত্বে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ লেংগুড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ‘টকলেটবাড়ী’ নামক স্থানে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। উক্ত টাস্কফোর্স অভিযানে অস্ত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া, পিএসসি এর উপস্থিতিতে অত্র ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ মমিনুল ইসলাম এর সাথে লেংগুড়া কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ সেলিম ভূইয়াসহ অন্যান্য পদবীর ২৫ জন বিজিবি সদস্য এবং কলামাকান্দা থানার এএসআই মোঃ মামুন এর সাথে ০৩ জন পুলিশ ও ০৩ জন আনসার সদস্য অংশগ্রহণ করেন। উক্ত টাস্কফোর্স অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৪২ বস্তা বাংলাদেশী সুপারী জব্দ করা হয়। যার সিজার মূল্য আনুমানিক ৪৮,৪০,০০০/- (আটচল্লিশ লক্ষ চল্লিশ হাজার) টাকা। জব্দকৃত সুপারী নেত্রকোণা কাষ্টমস্ অফিসে জমা করা হবে।