সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বিজয়ী বাংলাদেশ দলের ফরোয়ার্ড জোড়া গোলদাতা কৃষ্ণা রানী সরকার, কোচ গোলাম রব্বানী ছোটন ও গোপালপুর উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক গোলাম রায়হান বাপনকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। অন্য সব খেলোয়াড় বাড়ি যাত্রা পথে পথিমধ্যে দফায় দফায় সংবর্ধিত হলেও কৃষ্ণার ক্ষেত্রে তা করা হয়নি। এ ব্যপারে প্রশাসনিক দায়হীনতা প্রকাশ পাওয়ার পর প্রশাসনিক ভাবে দুদিন পর তাকে সংবর্ধনা দেয়া হয় ।
গতকাল শনিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। পুষ্পমাল্যে আনন্দ র্্যলী ও কেক কেটে সংবর্ধিতদের বরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলার পক্ষ থেকে তাদের তিনজনকে দেড় লাখ টাকা দেওয়া হয়। এছাড়াও গোপালপুর প্রেস ক্লাবসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠন থেকে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ইউএনও পারভেজ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, প্রেস ক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, কৃষ্ণার বাবা বাসুদেব সরকার প্রমুখ।