1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
 সহযোদ্ধা সবাই মিলে মিলনমেলাঃ আবেগ যেন মুক্ত পায়ড়া - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রোগীর চেয়ে দামি ওষুধ প্রতিনিধি?” শেরপুরে পুলিশের অভিযানে ৫৭০ বোতল ভারতীয় মদ জব্দ ঈশ্বরগঞ্জে শ্মশান ভাংচুরের নামে মিথ্যাচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় ময়মনসিংহে ট্রাফিক পুলিশের বিশেষ ব্যবস্থা ঈশ্বরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত  ঈশ্বরগঞ্জে অভ্যন্তরীণ বোর ধান-চাল সংগ্রহের উদ্বোধন  ফুলপুরে ব্যাটারী হাউজের মালিকের বিরুদ্ধে শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ময়মনসিংহে ঘুষের বিনিময়ে নামজারী, তদন্তে নীরবতা! পাঁচ দফা দাবিতে ঈশ্বরগঞ্জে হেফাজতে ইসলাম ও ইত্তেফাকুল উলামার বিক্ষোভ মিছিল লায়ন সভাপতি,মাসুদ সাধারণ সম্পাদক বকশীগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন

 সহযোদ্ধা সবাই মিলে মিলনমেলাঃ আবেগ যেন মুক্ত পায়ড়া

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ২৭৪ বার পড়া হয়েছে
ব্যস্ত এই জীবনে জীবিকার প্রয়োজনে কাজ করতে হয় সবাইকেই। ছোট্ট চড়ুই পাখিটিও এদিক সেদিক ঘুরে খাবার খুঁজে বেড়ায়। ছোট ছোট পিপীলিকাও বেঁচে থাকার অনুষঙ্গ খোঁজে দলবেঁধে সারিবদ্ধ হয়ে। নীল তিমিও ঘুরে একই কাজে সমুদ্রে নীলজলের বিশালতায়। সুন্দরভাবে বাঁচার জন্য, নিজেকে একটু ভালো রাখার জন্য কাজ করতে হয় সবাইকেই। আর সেজন্য ছুটতে হয় যার যার কর্মক্ষেত্রে। সারা মাসের পরিশ্রমের বিনিময়ে মেলে বেঁচে থাকার পাথেয়। ঘরের বাহিরে দিনের সবচেয়ে বেশি সময় যেখানে কাটে, সেটি কর্মস্থল। একই অফিসে যারা কাজ করেন তারা সবাই সহকর্মী সহযোদ্ধা। পরিবারের বাইরে এ যেন আরেক সুখী পরিবার। দেশের বিভিন্ন জায়গা থেকে আসা বিভিন্ন বয়সের মানুষেরাই একে অপরের আপনজন হয়ে যাই। স্ত্রী-সন্তান,পিতা-মাতা ভাই-বোন ও আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব এর মতোই সহকর্মীদের সাথে তৈরি হয় হৃদয়ের বন্ধন। হাসি-আনন্দ, অনুকূল-প্রতিকূল, ব্যস্ততা-বিনোদনে সকল সময় সহকর্মীরা হয়ে উঠেন নির্ভরতার প্রতীক। হাসি আনন্দ দুঃখ বেদনায় বন্ধু-পরিজনের পাশাপাশি যারা পাশাপাশি থাকি, তারাই সহকর্মী সহযোগী। অফিসের কাজের পাশাপাশি আরো কিছু কাজ করতে হয় আমাদের। তাই সুন্দর থাকে সহকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক। কাজগুলো সবসময় আনন্দের বিনোদনের উপভোগের।
অফিসে এসে প্রতিদিন সহকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করে হাসিমুখে শুরু করি কর্মব্যস্ত দিনের সকালটি। কাজের মাঝে আনন্দ খুঁজতে আমার সিনিয়র সহকর্মী জনাব মুহাম্মদ আব্দুল জলিল স্যার এর সাথে নিয়ে কফিতে ক্লান্তি তাড়াতে মাঝে মধ্যে যাই আমাদের *বৃষ্টি বিলাসে*। চারপাশের সবাইকে আপন ভাবার মধ্যে যে মানসিক শান্তি মিলে তা উপভোগের স্বস্তি আর কোথাও নাই।
সহকর্মী ও তাদের পরিবারের খোঁজ-খবর রাখি কাজের ফাঁকে। কে কেমন আছে, দিনকাল কেমন যাচ্ছে। কোথাও কোনো সমস্যা হচ্ছে কি না, সেসব বিষয়ে সহকর্মীদের সঙ্গে কথা বললে আন্তরিক পরিবেশ সৃষ্টি হয়। সহকর্মীদের ছেলেমেয়েদের পড়াশোনা ও সহকর্মীর সকল প্রয়োজনে পাশে থেকে কাজের ক্ষেত্রে বা অন্য কোথাও সমস্যা হলে পরামর্শ কিংবা সাহস দিয়ে কাছে থাকার চেষ্টা করি।
অফিসে আসার উদ্দেশ্যই হচ্ছে কাজ। তাই কাজের পরিবেশ যাতে সুষ্ঠু সুন্দর থাকে সেদিকে আমরা সকল সহকর্মী ও সহযোদ্ধারা মনোযোগী। কাজের ফাঁকে ফাঁকে হালকা গল্প আর কফির সাথে আড্ডা দিতে যাই মোদের বৃষ্টি বিলাসে। চাঁদের হাট বসে কফির চুমুকে টলটলে পানির মাঝে।
।।। কর্মস্থলে সহকর্মীদের বন্ধন থাকুক আস্থা বিশ্বাসে অটুট।।।
(পুলিশ বন্ধুর ফেসবুক থেকে নেয়া)

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD