স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ। ময়মনসিংহের ফুলবাড়িয়ার চরকালীবাজাইল হামিদিয়া বালিকা দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম (শফিক) নির্বাচিত। মঙ্গলবার সকলে ফুলবাড়িয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তিনি সভাপতি নির্বাচিত হন। নির্বাচনে শফিকুল ইসলাম শফিকের প্রতিদ্বন্দ্বি ছিলেন কো অপ্ট সদস্য কিতাব আলী পুলিশ (অব.)।এর আগে অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ছিলেন দেওখোলা ইউনিয়ন পরিষদের সদ্য প্রয়াত চেয়ারম্যান ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাজুল ইসলাম বাবলু। তার মৃত্যুর পর ঐ পদে তারই সহোদর ভাই ও নবী নগর বিএইচ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক, বিএসসি (গণিত) শফিকুল ইসলাম (শফিক) এবং কিতাব আলী পুলিশ (অব.) প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে শফিকুল ইসলাম পেয়েছেন ৭ ভোট এবং কিতাব আলী পুলিশ (অব.) পেয়েছেন ২ ভোট। শফিকুল ইসলাম শফিক বীরমুক্তিযোদ্ধা কোরবান আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি।শফিকুল ইসলাম শফিকের পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম কোরবান আলী দেওখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। শফিকুল ইসলাম শফিক সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।