স্টাফ রিপোর্টারঃ সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২২ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় ময়মনসিংহ জেলার আটজন কৃর্তী খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়। ১৩ অক্টোবর বৃহস্পতিবার বিকালে নগরীর বৈশাখী মঞ্চে জয়নুল উদ্যান এ অনুষ্ঠানের আয়োজন করে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটুর সভাপতিত্বে এ সময়ে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, আঞ্চলিক কর্মকর্তা রাফিউজ্জামান,সচিব রাজিব কুমারসহ
ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল,প্যানেল মেয়র- ১ আসিব হোসেন ডন,প্যানেল মেয়র -৩ শামীমা আক্তার,কলসিন্দুর উচ্চ বিদ্যালয়ের নারী ফুটবল ম্যানেজার মালা রানী সরকার, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম মিন্টু ,১১নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ আলমসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ,সিটি কর্পোরেশন এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ,আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।