ময়মনসিংহে কলেজ পড়ুয়া মেয়েদের দিয়ে খেলানো হচ্ছে ৪৯তম গ্রীস্ম কালিন আন্তঃস্কুল ফুটবল টুনামেন্ট-২০২২, এমন অভিযোগ করেছেন বিভিন্ন স্কুলের প্রতিযোগীরা। তারা জানান, কলেজ পড়ুয়া মেয়েরা খেলায় অংশ গ্রহন করায় তাদের পরপজয় হয়েছে।
অভিযোগকারীরা জানিয়েছেন, গত ১৪ সেপ্টেম্বর/২০২২ ময়মনসিংহ স্টেডিয়ামে তারাকান্দা ও ধোবাউড়া উপজেলার খেলায় ধোবাউড়ার পক্ষে কলেজ পড়ুয়া সেলিনা খাতুন (যার রেজিস্টেশন নং ১৬১০৪৬৪৯৩৬ ও রোল নং ৪৩৩৯১৩/২০১৭-১৮) ও আমেনা খাতুন (যার রেজিস্টেশন নং ১৬১০৪৬৪৯৩৫ ও রোল নং ৪৭৭৮৫৬/২০১৭) অংশ গ্রহন করেছিল। খেলায় এবং ফটো সেশনে তাদের ছবি থাকলেও তারা ধোবাউড়া উপজেলার পক্ষে ভিন্ন নামে খেলায় অংশ গ্রহন করেছেন বলে অভিযোগকারীরা দাবী করেন। ৪৯তম গ্রীস্ম কালিন আন্তঃস্কুল ফুটবল টুনামেন্ট-২০২২, কলেজ পড়ুয়া মেয়েদের স্কুল কর্তৃপক্ষ বাছাই করে অংশ গ্রহন করানো নিয়ম বহ্নিভ‚ত হলেও জয়ের আশায় এমন অনিয়ম করেছেন বলে অভিযোগ রয়েছে। খেলার উপযোগি বলে খেলোয়ার বাছাই করেছিলেন গর্ভমেন্ট ল্যাবরেটরি স্কুলের মাসুম। তার সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেস্টা করেও যোগাযোগ সম্ভব হয়নি।
সুত্র জানায়, ধোবাউড়া উপজেলা ভিন্ন নাম দিয়ে আরো দুজন কলেজ পড়ুয়া মেয়েকে দলে অংশ গ্রহন করাবেন। তারা হলেন পূর্নীমা বাজপর ও বালশরি মানকিন ময়না। তাদের প্রস্তুত করছে ধোবাউড়া টিম। ক্রীড়া পল্লীতে এনিয়ে ব্যপক গুঞ্জন হচ্ছে।