ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে ফেরার পথে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে ময়মনসিংহ রেল জংশনের পাশে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ঘটনায় মামলা করেছে পুলিশ।এখানে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়।
পরে এ ঘটনায় ২৩ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৪০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। শনিবার রাত দুইটার দিকে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম এ মামলা করেন। এর আগে, ওই ঘটনায় পুলিশের তিন সদস্য ও কয়েকজন নেতাকর্মী আহত হয়। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএনপির সমাবেশস্থল পলিটেকনিক মাঠ থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল করে স্টেশন চত্ত্বর এলাকায় চলা আওয়ামী লীগের অবস্থা কর্মসূচিতে হামলা, রাস্তায় জনগনের চলাচলে বাধা, পুলিশের ওপর হামলা, পুলিশের কাজে বাধা, তিন পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় এ মামলা করা হয়েছে। এর আগে, শনিবার বিকালে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা অবস্থান কর্মসুচি পালন করার জন্য রেলওয়ে স্টেশন কৃষ্ণচূড়া চত্ত্বরে জমায়েত হয়। এতে জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এদিকে সন্ধ্যার দিকে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের বিএনপির বিভাগীয় সমাবেশ শেষে কয়েকশো নেতাকর্মী নগরীর বাঘমারা এলাকা দিয়ে রেলওয়ে স্টেশনে গেলে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মুখোমুখি হয়ে যায়। এসময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশের এক উপপরিদর্শকসহ তিন সদস্য ও আওয়ামী লীগ নেতা আহত হয়। পরে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ব্যাবহার করে দুইপক্ষকেই ছত্রভঙ্গ করে দেয়।