স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সতাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুরিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাচুম আহাম্দে ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীর আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পারোয়ানাভুক্ত পলাতক আসামীদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোতোয়ালী পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ৮ অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই আনোয়ার হোসেন-২ এর নেতৃত্বে একটি টীম অপহরন সহ ধর্ষন মামলার আসামী বোরর চর ভাটিপাড়ার রফিক, এসআই(নিঃ) আনোয়ার হোসেন-২ এর নেতৃত্বে অপর একটি টীম সুতিয়াখালী বাজার এলাকা থেকে নিয়মিত মামলার আসামী মোঃ আলামিন, এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টীম সেহড়া ধোপাখোলা বদরের মোড় থেকে ডাকাতির চেষ্টা মামলায় আসামী মোঃ শহিদুল্লাহ, মোঃ সাইমন্ড, মোঃ সাকিব মিয়া, মোঃ অলিউল্লাহ ও সাজ্জাদ হোসেন সজিবকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে। এছাড়া এএসআই সোহরাব অভিযান পরিচালনা করে পরোয়ানাভূক্ত আসামী মাজার শরীফ রাডের মোঃ সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করে। তাদেরকে রবিবার পৃথক মামলায় আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুরিশ জানিয়েছে।