স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ আজ সোমবার ১৭ অক্টোবর। ময়মনসিংহ সহ সারাদেশে জেলা পরিষদের নির্বাচন। এই নির্বাচনকে শান্তিপুর্ণ, অবাধ, নিরপেক্ষ এবং ভোটার, প্রার্থী ও সমর্থকদের সার্বিক নিরাপত্তায় ময়মনসিংহের কোতোয়ালী পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। ভোট কেন্দ্রে ভোট গ্রহণ, ভোটার, সমর্থক ও প্রার্থীদের চলাফেরায় নিরাপত্তা নিশ্চিত এবং ভোট কেন্দ্রে শতভাগ নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করতে ডিউটিরত পুলিশ ও আইন শৃংখলা বাহিনীর প্রতি কঠোর নির্দেশ দেন কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ। কোতোয়ালী পুলিশের উদ্যোগে ডিউটিরত পুলিশ ও আইন শৃংখলা বাহিনীর সদস্যদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে ব্রিফিং প্রদান করা হয়। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুল ইসলাম ফকির। এছাড়া অনুষ্ঠানে পুলিশ পরিদর্শক তদন্ত ফারুক হোসেন, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্ট) ওয়াজেদ আলীসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য।
পরে ওসি শাহ কামাল আকন্দ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সাথে নিয়ে ভোট কেন্দ্র পরিদর্শন করেন।